রাজধানীর ঢাকায় তত্ত্বাবধায়ক সরকারসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলোত্তর সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতারা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মিছিল শেষে ফেরার পথে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
Drop your comments: