রাশিয়ার সঙ্গে চলা ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এমন সময়ে মস্কো সফর করতে পেরে ইমরান খান বেশ শিহরিত বোধ করছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সাংবাদিক দুদিনের এই সফরে মুর্তজা আলী শাহের পোস্ট করা একটি ভিডিওতে ইমরান খানকে এমনটি বলতে শোনা গেছে।
মস্কোর বিমানবন্দরে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় ইমরান খান বলেন, ‘কী একটা সময়ে এসেছি…আমি শিহরিত। আমি আপনাকে বলি। আমরা মস্কোতে এসে খুবই শিহরিত।’
২৩ বছরের মধ্যে ইমরান খানই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি রাশিয়া সফরে গেলেন।
এদিকে ইমরান খানের এই সফরে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ‘ইউক্রেনে রাশিয়ার নতুন করে আগ্রাসনের বিষয়ে আমরা পাকিস্তানকে আমাদের অবস্থান জানিয়েছি। আমরা তাদের যুদ্ধের বিষয়ে কূটনীতি অনুসরণ করার বিষয়ে অবহিত করেছি।’
উল্লেখ, বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশ একই মহাদেশের অন্য দেশে এত বড় আক্রমণ চালায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ নাগরিক নিহত হয়েছেন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির শাচিসতিয়া শহরে হামলা করে। হামলা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন। শাচিসতিয়া এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান