![InShot_20220809_182755521](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220809_182755521-scaled.jpg)
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে প্রাণ হারালেন ৩ ফিলিস্তিনি। মঙ্গলবার (৯ আগস্ট) নাবলুস শহরের গোলাগুলিতে আরও ৪০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে, চারজনের অবস্থা সঙ্কটাপন্ন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভোর ৫টায় পুরানো একটি ভবন ঘেরাও করে ইসরায়েলি সেনাবহর। সেখানে ছিলেন স্বাধীনতাকামী সংগঠন আল-আকসা ব্রিগেডের কমান্ডার, ইব্রাহিম আল নাবলুসি। মূলত, তার অবস্থানের কথা জেনেই চালানো হয় এ অভিযান। কয়েক ঘণ্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। এ সময়, তার সাথে থাকা সংগঠনের বাকি দুই সদস্য নিহত হন। তাদেরকে ইসলাম সাবোহ এবং হুসেইন জামাল তাহা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইহুদি প্রশাসনের তরফ থেকে জানানো হয়, নাবলুসিকে ধরার জন্যেই ছিল অভিযান। কারণ, ইসরায়েলে চালানো বেশ কিছু হামলার সাথে মিলেছে তার সম্পৃক্ততা। ফিলিস্তিনিদের কাছে স্বাধীনতাকামী এই কমান্ডার ‘লায়ন অব নাবলুস’ হিসেবে পরিচিত।
পশ্চিম তীরে হামলার একদিন আগেই ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে হয় যুদ্ধবিরতি চুক্তি। গাজায় তিনদিনের হামলার বিরতি দেয় ইসরায়েল।