মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার বিভাগের জেলা আদালতে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। তিনিই প্রথম বাংলাদেশি যিনি মুসলিম নারী হিসেবে মার্কিন আদালতের ফেডারেল বিচারক নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।
সিএনএন জানিয়েছে, গতকাল ১৫ জুন বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট নুসরাত জাহানকে ফেডারেল বিচার বিভাগের ডিস্ট্রিক আদালতের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করে। এর আগে তাকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
নুসরাত জাহান চৌধুরী এর আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় শাখার আইনি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটি একটি স্বনামধন্য মার্কিন নাগরিক স্বাধীনতা সংস্থা যেখানে তিনি ফৌজদারি বিচার, পুলিশিং এবং মুসলিম সম্প্রদায়ের ওপর সরকারি নজরদারির মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছেন।
নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই নিয়োগ প্রাপ্তিকে সমর্থন জানিয়েছে সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থাগুলো।