যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে অ্যামট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবারের দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রেনটি ১৪৭ যাত্রী নিয়ে শিকাগো থেকে সিয়াটলের দিকে যাচ্ছিলো। সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা দেছে, দুর্ঘটনার পর রাস্তার পাশে অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক বলছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ বের করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পরই ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ১৪ সদস্যের একটি দল পাঠিয়েছে।