চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং আফ্রিকার পাঁচ দেশ সফরের যাওয়া পথে বাংলাদেশে কয়েক ঘণ্টার যাত্রাবিরতিতে ঢাকায় নামেন। গতকাল সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাত ২ টার দিকে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাত ২ টা ৭ মিনিটে বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রী কুশল বিনিময়ের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠকে বসেন তারা।
চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকার যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার বিমানবন্দরে নামে।
Drop your comments: