মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: করোনা রোগীদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ৪টি হাই ফ্লো নজেল ক্যানোলা দিল আকিজ গ্রুপ।
সোমবার (৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আকিজ গ্রুপের পরিচালক ও ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামানের কাছে মেশিনগুলি হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালে আজকে ৪টি হাই ফ্লো নজেল ক্যানোলা দেওয়া হলো। প্রয়োজনে আরোও সরবরাহ করা হবে। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রমুখ।
Drop your comments: