মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অবস্থিত রহমান চেম্বার মার্কেটের প্রথম ফ্লোরে যাত্রা শুরু করল সুবিশাল পরিসরের আধুনিক সুপার শপ ‘আজান’। বুধবার ১৮ নভেম্বর সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও দোয়ার মাধ্যমে নিটল গ্রুপের ডিজিএম জাহাঙ্গীর আলম সুপার শপটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আজান সুপারশপের স্বত্বাধিকারী সাজেদুর রহমান সুমন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সনি, বাইতুস শপের সত্ত্বাধিকারী বিপ্লবুর রহমান বিপ্লব।এই সুপার শপে ক্রেতাদের চাহিদার প্রায় সব পণ্যের সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন আমন্ত্রন অতিথিরা।
“আজান” সুপার শপের উদ্বোধন এর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুল বাশার।
এই শপের বিষয়ে জানতে চাইলে “আজান” সুপার শপ এর স্বত্বাধিকারী সাজেদুর রহমান বলেন, বেনাপোল পৌরসভা এলাকার বাসিন্দাদের কেনাকাটার সুবিধার কথা চিন্তা করে সুবিশাল পরিসরে এ সুপার শপটি চালু করেছি। এখানে কসমেটিক্স প্রসাধনী,বাচ্চাদের খেলনা,গার্মেন্টস পণ্য,মুদি পণ্য থেকে শুরু করে সব কিছু রাখার চেষ্টা করা হয়েছে।