![IMG_20201005_121731](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/10/IMG_20201005_121731.jpg)
মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্ত এলাকা থেকে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ মোঃ ফয়সাল শেখ(১৯)নামে একজন মাদক বহনকারী কে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা। গ্রেফতার মাদক বহনকারী ফয়সাল বড় আঁচড়া গ্রামের মজিদ হোসেন এর ছেলে।
সোমবার(৫ অক্টোবর)ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাদিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ একজন মাদক বহনকারী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আমাদের প্রতিনিধি কে বলেন, গোপন সংবাদে জানতে পারি সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামী কে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।