মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা বাজারস্থ সেলুনের ঘরের সামনে থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নাছির উদ্দিন(৩৫)নামে এক মাদক বহনকারীকে গ্রেফতার করেছে যশোর র্যাব। গ্রেফতার মাদকবহনকারী নাছির মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেন এর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল বারপোতা বাজারস্থ জনৈক আতাউর রহমানের সেলুন ঘরের সামনে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজন মাদক বহনকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীসহ মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন।তিনি আরো বলেন, উদ্ধার কৃত আলামত ও ধৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামল দিয়ে হস্তান্তর করা হয়েছে।