মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার এবার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার মাসুম বিল্লাহ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, মাদক দ্রব্য উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখায় তাকে ওই পদে ভূষিত করা হয়।
রবিবার (৬ জুন) যশোর পুলিশ লাইন হল রুমে জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ মোহাম্মদ বেলাল হোসাইন, মুকিত সরকার, জুয়েল ইমরান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
Drop your comments: