যশোর জেলা প্রতিনিধি: শিশু হাসপাতাল যশোর থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৬ মার্চ) বেলা ১২টার দিকে শহরের নিউমার্কেট শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। চুরি হওয়া ওই নবজাতকের নাম আব্দুর রহিম। শিশু আব্দুর রহিম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেহেদী হাসানের ছেলে।
শিশুর মা আসমা খাতুন জানান, গত ২৭ ফেব্রুয়ারি কালীগঞ্জের কুইন্স হাসপাতালে অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এর পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাওয়ার আগ মুহুর্তে নানী তাসলিমার কোলে বাঁচ্চাটি দিয়ে তিনি বাথরুমে যান। এসে শোনেন বাচ্চা চুরি হয়ে গেছে।
শিশুর নানী তাসলিমা বলেন, এক মহিলা তাদের রুমে এসে ভালোমন্দ জিজ্ঞাসা করেন। পরে বাচ্চাটি কোলে নেন। এসময় তিনি হাসপাতালের বিছানা গোছাচ্ছিলেন। এরমধ্যে সুযোগে বাচ্চাটা নিয়ে চলে যান ওই নারী। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
শিশু হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাক্তার সৈয়দ নুর ই হামিম জানান, তৃতীয় তলার ৩০৭ নম্বর ওয়ার্ডের এক্সটা-১ নম্বর বেডে ছিলো ওই শিশু। রোববার তাদের ছাড়পত্র দেয়া হয়। হঠাৎ তিনি জানতে পারেন বাচ্চাটি চুরি হয়েছে। পরে তিনি পুলিশকে খবর দেন। সিসি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চত হওয়া গেছে। সিসি ফুটেজে দেখা যায়, পিত্তি রঙের বোরকা পরা ও লাল রংঙের ওড়না ও মুখে মাস্ক পরা এক নারী ঠিক বেলা ১২টা ১২ মিনিটে হাসপাতালের তৃতীয় তলা থেকে বাচ্চাটি কোলে নিয়ে বের হয়ে যাচ্ছেন।
এদিকে, ঘটনার পরই হাসপাতালে অন্য রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান ফটকে আটকে প্রত্যেককে তল্লাশি ও সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এ বিষয়ে যশোর উপশহর ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ এজাজ বলেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে অভিযানে নেমেছে।