ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাস ফেরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার সামাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাগলা থানার পরিদর্শক মো. রাশেদুজ্জামান জানান।
নিহত সফর উদ্দিন (৫০) ওই এলাকার সাবেদ আলীর ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
ঘটনার পর পরই নিহতের বড় ভাই আমির উদ্দিন (৫৫) পালিয়ে যান।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক রাশেদুজ্জামান বলেন, সফর উদ্দিন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। শুক্রবার দুপুরে বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে আমির উদ্দিন হাতে থাকা বাঁশ কাটার দা দিয়ে কোপান ছোট ভাইকে। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় সফর উদ্দিন মারা যান।
“ঘটনার পর আমির উদ্দিন পালিয়ে যান; তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন,” বলেন পুলিশের এ কর্মকর্তা।