তিমির বনিক মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১৫ এপ্রিল বিকাল ৩ঘটিকার সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদেরকন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমেদ এর উপর অতর্কিত হামলা ও প্রেসক্লাব কার্যালয়ে ভাংচুর, মুল্যবান কাগজ পত্র তছনছ, লুটপাট, সাধারণ সম্পাদকে বহিষ্কার দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে সাধারণ সভায় আলোচনা করা হয়। উক্ত সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি স্বপন দেব, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সহ সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক মুকিত ইমরাজ, দপ্তর সম্পাদক মঈনুল হক প্রমুখ। এছাড়াও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য জুসেফ আলী চৌধুরী, তিমির বণিক,মোঃ শাহাব উদ্দিন, ইমরান আহমেদ, রাশেদ আহমদ, সামছুল হক ইসলাম জুয়েল, জাহেদুল হক পাপ্পু,শাহ ফজলুর রহমান,শাহ মোহাম্মদ রাজুল আলী, আলাল আহমেদ রিপন, সুয়েব আহমেদ, রিপন আহমদ, মাসুদ আলী চয়ন, খালেদ আহমদ, কিবরিয়া আহমেদ প্রমুখ।
উল্লেখ্য এঘটনায় সাংবাদিক মশাহিদ আহমেদ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Drop your comments: