![InShot_20220416_033220349](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220416_033220349-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার থেকে: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন সাধন করা মানে রাষ্ট্রের উন্নয়ন। মৌলভীবাজার সমিতি এ অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা প্রশংসার দাবি রাখে। তিনি সাধারণ মানুষের কল্যাণে মৌলভীবাজার সমিতি সহ কল্যাণমূলক সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানান।
তিনি রোজ শুক্রবার (১৫ এপ্রিল) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেটস্থ মৌলভীবাজার সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি মাহে রমজানের ত্যাগকে বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অংশ নেন ও মোনাজাত পরিচালনা করেন সিলেট মদন মোহন কলেজ সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মো. এমদাদুল হক।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, জামিল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল খালিক, হাজী এম এ মতিন, উপদেষ্টা বনমালী ভৌমিক, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, ডা. মামুন পারভেজ, মো. জসিম উদ্দিন, প্রফেসর ড. তাজ উদ্দিন, মো. হুমায়ুন কবির, সমিতির সহ সভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, হাজী রুস্তম খান, কোষাধ্যক্ষ মো. মফিক আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, প্রচার সম্পাদক শহীদুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক এ কে এম ওয়াহিদুর রহমান জগলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, কার্যকরি কমিটির সদস্য সৈয়দ মহসিন হোসেন, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, অঞ্জন কুমার দাস, বিশিষ্ট রাজনীতিবিদ এহসানুল মাহবুব জুবায়ের, মো. ফখরুল ইসলাম, সুরমান আলী, আইনজীবী ফজলুল হক সেলিম, আমিরুল ইসলাম শাহেদ প্রমুখ।