তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী সোমবার (১০ অক্টোবর) জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।
আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল করিম, উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়জুল হক মুবিন, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল। এছাড়া বাংলাদেশ আওয়মী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।
২০১৭ সালের ৪ঠা মে মৌলভীবাজার জেলা যুবলীগের কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।