বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০০ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান(২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ৩টার দিকে বিশারীঘাটা গ্রাম থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। মেহেদী হাসানেনর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানা ও রংপুর থানায় ডাকাতি ও মাদকসহ গ্রেফতারি পরোয়ানার ৪টি মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ৩/৪দিন পূর্বে ইয়াবার একটি বড় চালান মোরেলগঞ্জে আসে। বিশারীঘাটা গ্রামের মেহেদী হাসান আজ ওই চালানের ইয়াবা অপর একটি পার্টির নিকট হাত বদলের অপেক্ষায় থাকাকালে ওসির নেতৃত্বে অভিযানে থাকা পুলিশের দুটি দল মেহেদীকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। তার নিকট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Drop your comments: