বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২১ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪৪নং গাজী আজিজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার চিংড়াখালী ক্লাস্টারের ১৯টি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসব শিক্ষকরা ২০১১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে অবসরে গিয়েছিলেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও সহকারী শিক্ষা অফিসার মো. রায়হান হোসেন,সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র মণ্ডল।
এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক সমীর কুমার চক্রবর্তী, মিরাজুর রহমান টিটু, জাহাঙ্গীর আলী মোল্লা, সরোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোসাম্মাৎ তাসলিমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক হাওলাদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা।
একইসাথে সংশ্লিষ্ট ক্লাষ্টারের বিদায়ী সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল ও নবনিযুক্ত সহকারী শিক্ষা অফিসার মোহাম্মাদ রায়হান হোসেনকে ক্রেস্ট দিয়ে বরণ করেন শিক্ষকরা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল চন্দ্র শীল।বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জ্ঞানের আলো দানকারীদের বিদায় জানাতে বিলম্ব হলেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারাটা আজ সার্থক হয়েছে।
এসব শিক্ষকদের কল্যাণে বিদ্যালয়ে পাশের হার শতভাগে উন্নীত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এসব মহান শিক্ষকদের বিদায় জানিয়ে তাদের কর্মকেই ধরে রাখার চেষ্টা করছি।অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত ২১ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র দিয়ে অভিনন্দন জানান সংশ্লিষ্টদের।