বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ” ডিজিটাল আর্থিক ব্যবস্হায় ন্যায্যতা” এই শ্লোগান কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন শেষে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. হান্নান এর সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।সন্মানিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা,উপজেলা ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগন ও বাজারের বিভিন্ন শ্রেনীর পেশার ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন।