বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘২০২১-২১ অর্থবছরে জরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচী’র আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৭শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ৫ কেজি, ডি এ পি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।