বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাধারণের মাঝে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান করা হয়। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ শাহ-ই আলম বাচ্চু।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শর্মী রায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা মৎস অফিসার বিনয় রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. সাইদুর রহমান,মহিলা বিষয়ক অফিসার আলমগীর হোসেন আকন, উপজেলা শিক্ষা অফিসার জনাব মো. জালাল উদ্দিন, ডিজিএম (পল্লীবিদ্যুৎ) মিজানুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহসান মল্লিক সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।