বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
দিবসটি উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Drop your comments: