বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে আয়োজিত আলোচনা সভায়
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ ইখতিয়ার হোসেন দিলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ। উপস্থিত ছিলেন অশোক সাহা, অমল সাহা নান্টু, বন, মো. আব্দুল ওহাব ও মোঃ সিদ্দিকুর রহমান লালসহ উপজেলা আওয়ামী লীগের অন্যন্য নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রকিম লীগ সাধারণ সম্পাদক মো. জালাল তালুকদার, কৃষক লীগ আহবায়ক মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো. মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, পৌর মৎস্যজীবী লীগ আহবায়ক এস,এম কবির হোসেন এমদাদ, সদস্য সচিব, মো. কামাল হোসেন প্রমূখ।