মো. রাসেল ইসলাম: যশোরের শার্শা উপজেলা যুবদলের সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সদস্য মাসুদুর রহমান মিলন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় বেনাপোল পৌর বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তার এই নির্বাচেন অংশগ্রহণ করার সিদ্ধান্ত বেনাপোল থেকে কেউ সমর্থন না করায় নিজের মেয়েকে প্রস্তাবক ও ছোট ভাই এর মেয়েকে সমর্থক করে নমিনেশন জমা দেন।
১৮ জুন রবিবার নমিনেশন গ্রহণ করার শেষ দিনের তথ্য সরবরাহ করে বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইন ও ফেইসবুক ওয়ালে এ খবর ছড়িয়ে পড়লে গোটা বিষয়টি জানতে পারেন জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
এরপর দলের সিদ্ধান্ত অনুযায়ী তার এ কর্মকান্ডের জন্য দল থেকে বহিষ্কার আদেশ গ্রহণ করবেন বলে সাংবাদিকদের কাছে জানান দলীয় কর্মীরা।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন জানান, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা জেলা থেকে সিদ্ধান্ত নিবে। এ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক কোন নেতাকর্মী এই ভাবে নির্বাচনী কর্মকান্ডে লিপ্ত হলে তাকে আজিবন বহিষ্কার করা হবে। এ বিষয়টি যেহেতু ছড়িয়ে পড়েছে সেহেতু তাকে বহিষ্কারের জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।