সনজিত কুমার শীল:
আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য প্রসার করার যথেষ্ট সুযোগ রয়েছে শুভ উদ্বোধন কালে জানালেন আমিরাতের আবুধাবিতে নিযুক্ত সরকারি টেলিকমিনিকেশেনের ইনচার্জ মোহাম্মদ নুরুল আনোয়ার।
গত ২৪ জানুয়ারি রবিবার উদ্বোধনকালে বাংলাদেশি যৌথ মালিকানাধীন এর স্বত্বাধিকারী মোহাম্মদ বশির আহমদ, কামরুজ্জামান এমরান ও মোহাম্মদ ইউসুফ সহ এতে আরো উপস্থিত ছিলেন অপু দাশ, ব্যবসায়ী ও সাংবাদিক সঞ্জিত কুমার শীল, ইকবাল হোসেন ,মোহাম্মদশাহ আলম ফারুক, সোলেমান সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের মালিকেরা বলেন এখানে বাংলাদেশী প্রবাসী সহ অন্যান্য দেশের ভালো মানের খাবারের ব্যবস্থা এবং ফ্রী ডেলিভারির ব্যবস্থা রয়েছে।আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন ভিজিট ভিসা খোলা থাকায় আমরা আজকে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছি।করোনা কালীন সময়ের মধ্যেও দেfশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছেন আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা।যদি বাংলাদেশের এয়ারপোর্টে হয়রানি না হয় তবে এখানে বাংলাদেশ থেকে শ্রমিক এনে ব্যবসা বাণিজ্যের প্রসার আরো বাড়াতে পারবেন। বাংলাদেশ এয়ারপোর্টে কনট্রাক বাণিজ্য বন্ধ করা জরুরি বলে মনে করেন বিভিন্ন ব্যবসায়ীরা।
পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।