বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের শাসকরা মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ পৃথক বার্তায় তারা মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তারা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য পরিস্ফুটিত হয়। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও ঈদের আনন্দ সবার মধ্যে আসুক এই দোয়া রইলো।
এছাড়াও আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিটি প্রদেশের শাসকরা দেশটিতে বসবাসরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, এবছর ৩০ টি রোজা শেষে আগামীকাল ১৩ মে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশে দেশে ঈদ উদযাপন হবে।
Drop your comments: