করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে ছয় হাজার বাথ (বাংলাদেশি টাকায় ১৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ব্যাংককের গভর্নর কাওয়ানমুয়াং এ তথ্য জানান।
সোমবার থেকে দেশের ৪৮ প্রদেশে জনসম্মুখে মাস্ক পরার নির্দেশনা জারি করেছে থাই সরকার। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবিতে থাই প্রধানমন্ত্রীকে মাস্ক ছাড়া দেখা যায়। করোনাভাইরাসের টিকার বিষয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করার ছবি ছিল সেটি। এরপর অনলাইনে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
Drop your comments: