আরও একবার এগিয়ে যাওয়ার পর গোল হজম করে পয়েন্ট হারাতে বসেছিল বাংলাদেশ। কিন্তু শেষদিকে হতাশা ঝেড়ে ফেলে দলকে উল্লাসের জোয়ারে ভাসালেন তপু বর্মণ। এই তারকা ডিফেন্ডারের নিখুঁত পেনাল্টিতে মালদ্বীপকে হারিয়ে দিল মারিও লেমোসের শিষ্যরা।
শনিবার শ্রীলঙ্কার কলম্বোতে চার জাতি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। এতে আসরের ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো তাদের।
অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথমার্ধের শুরুর দিকে লিড পাইয়ে দেন লাল-সবুজ জার্সিধারীদের। বিরতির আগেই মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। এরপর নির্ধারিত ৯০ মিনিটের অল্প সময় বাকি থাকতে বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন তপু।
১৮ বছর পর মালদ্বীপকে হারানোর মধুর স্বাদ নিল বাংলাদেশ। গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের সবশেষ দেখায় ৩-১ গোলে হেরেছিলেন জামাল-তপুরা।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নামে আয়োজিত আসরে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিমের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ সময়ে বাংলাদেশের হৃদয় ভেঙে সমতায় ফিরেছিল সিশেলস।