গর্ভের সন্তান নিয়েই গতকাল শনিবার আফগানিস্তান থেকে পালিয়ে মার্কিন বিমানে উঠেছিলেন এক আফগান নারী। কিন্তু আকাশেই তীব্র প্রসব যন্ত্রণা শুরু হয়ে।
পরে বিমানের মধ্যে সন্তান জন্ম দেন তিনি। আর সন্তান প্রসবে সহযোগিতা করেন বিমানবাহিনীর সদস্যরা। রোববার আমেরিকার বিমানবাহিনী টুইট করে এ খবর দিয়েছে।
এতে জানানো হয়, আফগান নারীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল বিমান উঠার পরই। বিমানটি তখন ২৮ হাজার ফুট উচ্চতায় ছিল। বিমানের ভেতরে বায়ুচাপ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল ওই নারীর। তার দম যেন বন্ধ হয়ে আসছিল।
পরে বিমানের উচ্চতা খুব দ্রুত কমিয়ে আনেন আমেরিকার বিমানবাহিনীর পাইলট। দ্রুত আকাশ পথ পেরিয়ে আমেরিকার বিমান বাহিনীর বিমানটি জার্মানির র্যামস্টিন এয়ারবেসে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই আফগান নারী।
প্রসবে সাহায্য করেন আমেরিকার বিমানবাহিনীর সদস্যরা। মা ও শিশুকে পরে নিয়ে যাওয়া হয় র্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ আছে।