![InShot_20231208_125933283](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231208_125933283-scaled.jpg)
রাজধানীতে মামুনুল হকের মুক্তির দাবিতে খেলাফত মজলিসের মিছিল করেছে। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনও দাবি করেছে সসংগঠনটি।
শুক্রবার, জুম্মার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি বের করা হয়। এরপর পুরনো পল্টন মোড়ের দিকে অগ্রসর হয়। বিক্ষোভ মিছিলটিকে ঘিরে রেখেছিল পুলিশ।
বিক্ষোভ মিছিল থেকে মামুনুল হকসহ যেসকল নেতাকর্মীদের কারাগারে রাখা হয়েছে সকল নেতার মুক্তি দাবি করা হয়।
২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩ এবং হাইকোর্টে ৫টি মামলায় জামিন পেয়েছেন তিনি।
Drop your comments: