মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনয়নের নাদাগাড়ী অংশে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। বাঁধ কাম রাস্তার একশ ফিট ধসে গিয়ে দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে অন্তত ৫০টি বাড়ি ভেসে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে আশপাশের আরও ১০টি গ্রাম।
এলাকাবাসী জানান, যমুনা নদীর পানি গতরাতে হঠাৎ করে বেড়ে ভোরে এই বাঁধের অংশটি বিকট শব্দে ভেঙ্গে যায়। মুর্হূতেই প্রবল পানির স্রোতে ওই এলাকার ৫০টি কাঁচা-পাকা বাড়িঘর ভাঙনের কবলে পড়ে। প্লাবিত হয় আশপাশের প্রায় ১০টি গ্রাম।
এদিকে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকতা আমিনুল ইসলাম ও বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বন্যা কবলিত এলাকা পরিদর্শণ করেছেন।
Drop your comments: