মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ কবি সুকান্ত স্মৃতি সংসদ ঢাকা কর্তৃক আয়োজিত শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর আলী সরদার।
বুধবার রাজধানীর পল্টন টাওয়ার শ্যামলী সুকান্ত সংসদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাহিত্যিক, সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান আলোচক, আই এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহম্মাদ ও অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের ত্রিপুরার বরেণ্যে সাহিত্যিক কামনা দেব এ সম্মাননা তুলে দেন।
সমাজে সকল প্রকার অন্যায় রোধ সোচ্চার ভূমিকা, সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন দুস্থ সাংস্কৃতি বিকাশে ধারাবাহিকতা অব্যাহত ভূমিকা রাখার অবদানের জন্য ‘মাদার তেরেসা’ গোল্ডেন এ্যাওয়ার্ড – সন্মাননা সনদ লাভ করেন আমীর আলী।
এ বিষয়ে ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর আলী সরদার কয়রা সাংবাদিক ফোরাম কে বলেন,এটা দারুণ অনুভূতি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। এ সম্মাননার জন্য বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ও সুকান্ত সংসদ স্মৃতি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।