সৈয়দ খোরশেদ আলমঃ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) সংযুক্ত আরব আমিরাত শাখার কার্যকরী সংসদের সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুবাইস্থ একটি হোটেলে আয়োজিত সম্মেলনে মুসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে দেশ থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। প্রধান মেহমান বলেন, গাউছুল আজম মাইজভাণ্ডারী কর্তৃক প্রবর্তিত উছুলে ছাবয়া পালনের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে গাউছুল আজম মাইজভান্ডারির আদর্শ বিশ্ববাসীর নিকট তুলে ধরতে হবে।
মুহাম্মদ এনামুল হক, সাহাব উদ্দিন, দাউদ মিয়া বাপ্পা ও হায়দারের যৌথ সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন ইজ্ঞিনিয়ার ফয়জুল ইসলাম। বক্তব্য রাখেন, সেলিম উদ্দীন,নুরুল আবছার,মুহাম্মদ এসকান্দর, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা আজিম উদ্দীন, মাওলানা জামাল উদ্দীন ফরিদী প্রমুখ।
সভায় সংগঠনের ৩ শতাধিক সদস্যের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলামকে সভাপতি ও মুহাম্মদ সেলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷
এছাড়া দুবাই মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কফিল উদ্দিন মুহুরির আমিরাতে সততার পরিচয় দিয়ে স্থানীয় প্রশাসন থেকে স্বীকৃতি সরূপ সনদ পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সবশেষে মিলাদ, কিয়াম, জিকির ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।