তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) বিকেলে মনু নদীর কটারকোনা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্য সূত্র জানান, নিহত ব্যক্তি বেশ কয়েকদিন থেকে কটারকোনা বাজারের আশপাশ এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে।
কুলাউড়া থানার এসআই আব্দুল আলিম বলেন, বিকেলে মনু নদীর কটারকোনা এলাকায় স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির লাশ নদীতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তবে লাশের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি। তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Drop your comments: