বিমানের টিকিটের দুষ্প্রাপ্যতা এবং টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ জানিয়ে বিমানের ভাড়া কমিয়ে তা প্রবাসী কর্মীদের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছে বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদ থেকে এ দাবি করা হয়।
সম্মিলিত সমন্বয় পরিষদ থেকে জানানো হয়, বর্তমানে জনশক্তি রফতানি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিদেশগামী কর্মী ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলো যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তারমধ্যে বিমান টিকিটের দুষ্প্রাপ্যতা এবং টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অন্যতম।
সংগঠনটি থেকে জানানো হয়, আগে যে বিমান টিকিটের মূল্য ছিল ৪০ থেকে ৫০ হাজার টাকা সেই টিকিট এখন ৭৫-৯০ হাজার টাকাতেও পাওয়া যাচ্ছে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ভাড়া বেড়েছে অস্বাভাবিক ভাবে।
অতীতেও সুযোগ বুঝে অনেকবার এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে তখন থেকেই আমরা নানাভাবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসলেও, যথাযথ কর্তৃপক্ষ বিষয়টির কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় বিমান টিকিট নিয়ে বারবার এই অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব হচ্ছে।