টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার দুর্গাপুর গ্রামের দরগার ডুবার পাড়ে দুর্বৃত্তদের দেওয়া বিষে প্রায় এক হাজার হাঁসের ছানা মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় এক হাজার হাঁস মারা যায়। খামারের মালিকের ধারণা, ৪৯ দিন বয়সী ওই হাঁসের খামারটিতে রাতের কোনো এক সময়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা।
খামার মালিক আরিফ জানান, “খাকি ক্যাম্বেল জাতের এক হাজার একশত হাঁসের ছানা নিয়ে গত ৮ ই জুলাই ভাই আলহাজের যৌথ প্রচেষ্টায় বাড়ির পাশেই ডুবার পাড় এলাকায় হাঁসের খামার গড়ে তুলেছি। দেড় মাস ধরে যত্ন নিয়ে যৌথ খামারকে এগিয়ে নিচ্ছি।”
জানা যায় যে, রবিবার রাতে খামারের হাঁসগুলোকে খাবার খাইয়ে যথারীতি বাড়িতে চলে যান তিনি। সকালে খামারে গিয়ে দেখেন কয়েকশো হাঁস মরে পড়ে আছে। এরপরে মৃতের সংখ্যা আরও বাড়তে থাকে। মৃত্যুর কারণ জানতে একটি মৃত, দুটো জীবিত হাঁস নিয়ে ছুটে যান মধুপুর প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে।
সেখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়।
মধুপুর উপজেলা ভ্যাটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ড (বিএফএ) ওবাইদুল্লাহ লিটন জানান, “খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলোর বয়স ছিল ৪৯ দিন। শুরু থেকে খামারিদের পরামর্শ দিয়ে খামারিকে এগিয়ে নেওয়া হচ্ছিল। সোমবার অন্যতম খামারি আরিফ হাঁস নিয়ে হাসপাতালে এলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ দেখতে পাওয়া যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ জানান, “টক্সিন সমস্যায়ও এমন হতে পারে। খামারের বাকি হাঁসের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ছানোয়ার হোসেন জানান, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। অন্যরকম কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উৎসঃ যমুনা টেলিভিশন