মদ পান ও বিক্রি উন্মুক্ত করে দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, তাকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার রাজধানীর মিরপুর ১ নম্বর গোল চত্বরে দলটির শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভে মদ ব্যবসাকে হারাম উল্লেখ করে এর লাইসেন্স দেয়া বন্ধের দাবি জানায় তারা। এ ছাড়া যারা এই ব্যবসা করছে এবং ব্যবসা করতে লাইসেন্স দিচ্ছে, তাদের ইসলামের শত্রু বলে আখ্যা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জামায়াতের নেতাকর্মী মিরপুর ১ নম্বর এলাকায় ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তায় নামে।
Drop your comments: