যতদিন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততদিন পর্যন্ত দেশবাসীকে সুরক্ষিত থাকতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহামারিতে সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রোববার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, করোনা-কালীন সরকারের প্রতিটা প্রতিষ্ঠানই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন; অথচ তাকেই সপরিবারে হত্যা করা হয়েছে। ১৫ আগস্টের কালোরাত কারবালার হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
Drop your comments: