খারিজ হয়ে গেছে ভোটকারচুপির অভিযোগে দায়ের করা ট্রাম্পের আরও একটি মামলা। পেনসিলভানিয়ায় বিপুল পরিমাণ ভোট জালিয়াতি হয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
তিন বিচারপতির প্যানেল জানায়, ট্রাম্পের প্রচারণা শিবির যে অভিযোগ তুলেছিলো পেনসিলভানিয়াল ভোট নিয়ে তার পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি তারা, তাই মামলাটি আর চলবে না।
ট্রাম্প মনোনিত আপিল বিভাগের বিচারপতি স্টিফেনোস বিবাস বলেন, কোন নির্দিষ্ট অভিযোগের পক্ষে যে প্রমাণের প্রয়োজন হয় তার কিছুই উত্থাপন করতে পারেনি রিপাবলিকান পার্টি।
এর আগে অ্যারিজোনা, জর্জিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাম্পের দায়ের করা মামলাও খারিজ হয়ে যায়।
Drop your comments: