![InShot_20230525_171917579](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230525_171917579.jpg)
মোঃ শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগ ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক আলোচনা সভা ও চামিয়াদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বৃহস্পতিবার ২৫ মে বিকালে উপজেলার চামিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উথুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আকবরের সভাপতিত্বে, শাহ আলম কিরনের সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম, উপ দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহবুব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল হক চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল্লাহ কায়সার প্রমূখ।