ভারতের শিমলায় ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে একটি বহুতল ভবন ধসে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভবনটি ধসে পড়ে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শিমলার ঘোড়া চৌকি এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক সুধেশ কুমার মোখতা জানান, শিমলায় সাম্প্রতিক বৃষ্টিতে ভূমিধসের কারণে বৃহস্পতিবার বিকেলে হালি প্যালেসের কাছে ঘোড়া চৌকি এলাকায় আটতলা ভবনটি ভেঙে পড়ে। সুধেশ কুমার মোখতা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
Drop your comments: