ভারতে সুনামির গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। হাসপাতালগুলোতে অক্সিজেন সঙ্কট চরমে উঠেছে, চারদিকে নিদারুণ হাহাকার। এ অবস্থায় ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। সেই তালিকায় যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। ভারতের পাশে থাকার অন্যরকম এক বার্তা দিয়েছে দেশটি।
গতকাল রোববার (২৫ এপ্রিল) রাতে আমিরাতের অন্যতম শহর দুবাইয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফা সেজেছে ভারতীয় পতাকায়। এ সংক্রান্ত ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, বিখ্যাত এই টাওয়ারটিতে দুলছে ভারতীয় পতাকা। তারপর টাওয়ারজুড়ে একটি বাক্য ভেসে উঠেছে, যেখানে লেখা- স্টে স্ট্রং ইন্ডিয়া।
এটা শুধু একটা শো নয়, এর মাধ্যমে ভারতের পাশে থাকার শক্তিশালী বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত। পরে বুর্জ খলিফার টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ভারতবাসী পার করছে এক কঠিন সময়। দেশটির বাসিন্দাদের এই অসামান্য লড়াইয়ে আমরা পাশে আছি। দিল্লির জন্য আবুধাবির সহযোগিতা শিগগিরই ঘোষণা করা হবে।