বিমানে আমেরিকা যাত্রার পর ব্যাগ ফেলে গিয়েছিলেন এক ভারতীয় নাগরিক। পরে তার ব্যাগ ঘেঁটে নিরাপত্তা কর্মীরা পেলেন গরুর গোবরে তৈরি ঘুঁটে। এ ঘটনা ওয়াশিংটনের বিমানবন্দরের। এত কিছু থাকতে ঘুঁটে কেন? এটি ভাবনার কারণ হয়ে দাঁড়ায় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের।
বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করছে, এর থেকে ভয়ানক রোগ ছড়াতে পারে। এ কারণে পাওয়া মাত্রই এগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমান থেকে এক যাত্রী এই ব্যাগটি নিয়ে নেমেছিলেন। তিনি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এটি ফেলে যান। তারপরই সন্ধান মেলে গোবরের তৈরি ঘুঁটের।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুঁটে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। কোথাও কোথাও ত্বকের রোগ সারাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমেরিকায় এ ভাবে ঘুঁটে নিয়ে যাওয়া বেআইনি। মনে করা হয়, এর থেকে জটিল রোগ ছড়াতে পারে। সেই কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ এগুলি বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেয়।
আমেরিকার কৃষি দফতরের মতে, ‘ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’ এই ধরনের জৈবিক বর্জ্য থেকে ছড়ায়। মূলত পশুর শরীরে এর সংক্রমণ ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সংক্রমিত পশুর মাংস খেলে অনেক সময় মানবশরীরও আক্রান্ত হতে পারে, তবে সে উদাহরণ খুবই কম। কিন্তু পশুর শরীরে সংক্রমণ হলে গৃহপালিত পশুর ক্ষতি বেশি হয়। গৃহপালিত পশু নির্ভর অর্থনীতি এর ফলে প্রভাবিত হতে পারে।