মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী শার্শায় কোমরে বিশেষ কায়দায় বেঁধে ৪কেজি ভারতীয় গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার শার্শা থানাধীন কামার বাড়ী নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল সাদিপুর গ্রামের হামিদের ছেলে মো. রিয়াজুল ইসলাম(৩২) ও অভয়নগর থানার শুভরাড়া গ্রামের শহিদ ফকিরের ছেলে ইমরান ফকির(২৭)।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কামার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে কোমরে বিশেষ কায়দায় বাঁধা ৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
Drop your comments: