মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে।
বুধবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একটি এসি এ্যাম্বুলেন্সে ঘোড়া ৬টি বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে। আমদানিকৃত ঘোড়া দিল্লি থেকে রওনা দিয়ে চার দিন পর বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে রাত ১২ টায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাড় করা হয়।
আমদানিককৃত ঘোড়া ছাড় কারক প্রতিষ্ঠান বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মাধ্যম এন্টার প্রাইজের প্রতিনিধি সাজেদুর রহমান জানান বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে ৬২ হাজার ৪শ ডলার মুল্যে ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে। বেনাপোল বন্দর থেকে ঘোড়াগুলো ঢাকা মোহাম্মদপুর বসিলার উদ্দেশ্যে রওনা হয়েছে৷ সেখানে পৌঁছানোর পর ঘোড়াগুলোর কোয়ারেন্টাইন সম্পন্ন হবে৷ তার পর বাংলাদেশ পুলিশের কাছে ঘোড়া হস্তান্তর করা হবে।
এবিষয়ে শার্শা উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল জানান বাংলাদেশ পুলিশের আমদানি করা ঘোড়াগুলো বেনাপোল প্রবেশের পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাথমিক ভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।