ব্রিটিশ যুদ্ধজাহাজে গুলি করেছে রাশিয়া। কর্তৃপক্ষ বলছে, ব্রিটিশ রয়াল এই যুদ্ধজাহাজ (নেভি ড্রেস্ট্রোয়ার) রাশিয়ার জল সীমান্ত লঙ্ঘন করলে রাশিয়ার যৌথ বাহিনী জাহাজটিকে সতর্ক গুলি এবং বোমা নিক্ষেপ করেছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ান রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানিয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরের ক্রিমিয়া সংলগ্ন কেপ ফায়োলেন্ট এলাকায় তাদের জলসীমার তিন কিলোমিটারের মধ্যে প্রবেশ করে। রাশিয়া জাহাজটিকে সতর্ক করে কিন্তু প্রথমে এটি কর্ণপাত করেনি। ফলে রাশিয়ার কোস্ট গার্ড জাহাজটিতে গুলি করে।
খবরে বলা হয়েছে, উত্তেজনার সময় রাশিয়ান সীমান্তে পশ্চিমা বিশ্বের যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজের উপস্থিতি স্বাভাবিক ঘটনা। তবে এভাবে প্রকাশ্যে গুলির ঘটনা বিরল।
রাশিয়া ব্রিটিশ যুদ্ধ জাহাজে শুধু গুলিই করেনি। তাদের একটি এস-২৪ যুদ্ধবিমান ব্রিটিশ জাহাজকে সতর্ক করে সাগরে বোমা বর্ষণ শুরু করে। এরপর যুক্তরাজ্যের জাহাজটি দিক পরিবর্তন করে।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা অস্বীকার করেছে। তারা বলেছে, এই রকম কোনো ঘটনা ঘটেনি।