ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে পুলিশ সদস্যদের বহনকারী দুইটি পিকআপ ভ্যানের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ পুলিশ সদস্যসহ ২১ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে শহরের পীরবাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- সাকিল আহমেদ (২১), নাসিম (২১), রানা (২২), বিল্লাল (২৬), সুমন (২৩), সুজন (২৩), বেলায়েত হোসেন (৫৬), শওকত (২৫), জহিরুল (২০), বুলবুল (২২), রাব্বি (২২), আল আমিন (২২), হৃদয় (২৩) ও শরিফুল (২৫)।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, সকালে ডিউটির উদ্দেশ্যে দুইটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইনস থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর বিরাশার মার্কাজ এলাকায় ঢাকাগামী ইকোনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে দুইটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য ও তাদের বহনকারী গাড়ির চালক আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ৭ পুলিশ সদস্য ও গাড়ির চালককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।