বাংলা এক্সপ্রেস ডেস্কঃ লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্রাজিল। ফুটবলেও মারাত্মক প্রভাব ফেলেছে প্রাণঘাতী ভাইরাসটি। শীর্ষ অনেক ক্লাবেই হানা দিয়েছে কোভিড-১৯ রোগ। যার মধ্যে অন্যতম ফ্লামেঙ্গো। কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়নদের দলে নতুন করে ৩৮ জনের শরীরে ধরা পড়েছে করোনা।
বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। তারা জানিয়েছে, ক্লাবের সঙ্গে জড়িত ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল, সেখানে ৩৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন মূল দলের তিন খেলোয়াড়। তবে তারা কারা, সেটি জানায়নি ফ্লামেঙ্গো।
২০১৯ সালের কোপা লিবার্তাদোরেস জিতেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা জেতার পর লিগ শুরুর অপেক্ষায় ছিল তারা। কিন্তু লড়াই করতে হচ্ছে এখন করোনাভাইরাসের সঙ্গে। যে ৩৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে, তাদের কারও মধ্যেই কোনও উপসর্গ ছিল না।
এক বিবৃতিতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘খেলোয়াড়দের যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেককে নজরে রাখা হচ্ছে এবং নতুন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’ একই সঙ্গে তারা জানিয়েছে, যাদের ফল ‘নেগিটিভ’ এসেছে, তারা নিজ নিজ কাজে যোগ দিতে পারবেন।
গত মার্চে ফ্লামেঙ্গোর কোচ জর্জি জেসুস করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও পর্তুগিজ কোচের শরীরে উপসর্গ ছিল এক সপ্তাহের মতো, এরপর পরীক্ষা করে তাকে ‘ক্লিয়ার’ ঘোষণা করা হয়। অবশ্য ক্লাবটিতে করোনায় আঘাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত সোমবার ফ্লামেঙ্গো জানায়, ৪০ বছর ধরে ক্লাবে কাজ করা মাসেউর জর্জিনিয়ো কোভিড-১৯ রোগের কাছে হেরে পৃথিবী ছেড়ে গেছেন।
করোনার কারণে যেহেতু এখন খেলা বন্ধ, তাই ব্রাজিলিয়ান ক্লাবটির খেলোয়াড়রা তাদের মে ও জুন মাসের বেতনের ২৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছেন।