লেবাননের রাজধানী বৈরুতে একটি জ্বালানী ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
কর্তৃপক্ষ জানায়, বৈরুতের তারিক-আল-জেদিদ জেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণটি ঘটে। আগুন ধরে যায় কয়েকটি ভবনে। এ ঘটনার পরপরই সরিয়ে নেয়া হয় এলাকার বাসিন্দাদের। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
গেল আগস্টেও লেবাননে ভয়াবহ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে দুশ’র বেশি মানুষের মৃত্যু হয়। শক্তিশালী ওই বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্থ হয় বৈরুতের অর্ধেকের বেশি অংশ। ওই ঘটনার পর শুরু হয় বিক্ষোভ। ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার।
Drop your comments: