মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ পিচ (৬৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি এর একটি চৌকস টহলদল সকাল সাড়ে ১০ টার সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি পালানোর চেষ্টা করে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে গেলে তার মধ্যে থাকা ৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বার ব্যাটালিয়ান সদরে পাঠানো হয়েছে বলে জানান বিজিবি।
আটককৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারীতে জমা দেওয়া হবে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান মূল্য ৬৯ লাখ ৯০ হাজার টাকা।